বিপিএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা ৮ ম্যাচ হেরেছে দুর্দান্ত ঢাকা। আর তাতেই এবারের আসরে প্রথম দল হিসেবে বিদায় ঘন্টা বেজেছে শরিফুল-তাসকিনদের। প্লে-অফে জায়গা পেতে ছয় দল এবার লড়াইয়ে নামবে বন্দরনগরী চট্টগ্রামে।
বিপিএলের দশম আসরের চতুর্থ পর্ব হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই পর্বে যোগ দিচ্ছে নামী কিছু বিদেশি তারকা। হাই-স্কোরিং এই মাঠে তাই ক্রিকেটপ্রেমীরা চোখ রাখবেন বিশেষভাবেই।
এবার এক নজরে দেখে নেয়া যাক ঢাকায় তৃতীয় পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা-
বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। উত্তরবঙ্গের প্রতিনিধিরা আট ম্যাচে ছয় জয় নিয়ে প্লে-অফ নিশ্চিতের দৌড়ে সবার সামনে অবস্থান করছে।
তালিকার দুইয়ে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত ম্যাচ খেলে লিটন দাসের দল জয় পেয়েছে পাঁচটিতে।
শুভাগত হোমের নেতৃত্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে। পাঁচ জয়ে তাঁদের পয়েন্টও কুমিল্লার সমান দশ পয়েন্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁরা হোম অ্যাডভান্টেজ নিতে পারে কিনা সেটাই এবার দেখার অপেক্ষা।

এই তালিকার চারে অবস্থান করছে এবারের বিপিএলের অন্যতম ফেবারিট দল ফরচুন বরিশাল। তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা আট ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে।
শেষ তিন ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স আট পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। এখনো তাঁদের কাছে সুযোগ রয়েছে প্লে-অফে জায়গা করে নেওয়ার।
কাগজে-কলমে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সও। নয় ম্যাচ খেলে তাঁদের জয় তিনটিতে।
নয় ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে এই তালিকার শেষে অবস্থান করছে দুর্দান্ত ঢাকা। চট্টগ্রামে যাওয়ার আগেই তাই তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে।