আজ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে সেই বাসটিতে কোনো ক্রিকেটার ছিলোনা বলে জানা গিয়েছে। ছিলোনা টিম স্টাফ বা অন্য কোনো সদস্যও।
বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিলো। যাত্রাপথে সকাল সাতটায় একটি লরির ধাক্কায় বাসটির একাংশ দুমরে-মুচরে গিয়েছে। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি।
বিপিএলের চতুর্থ পর্ব মাঠে গড়াবে চট্টগ্রামে। দুইদিন বিরতি শেষে আগামী মঙ্গলবার শুরু হবে চট্টগ্রাম পর্ব।
আজ বিকাল চারটার ফ্লাইটে ঢাকা ছাড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। নিজেদের ঘরের মাঠে তাঁরা ম্যাচ খেলবে মোট চারটি। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তাঁরা।
এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে শুভাগত হোমের দল। এতে করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম।