বোলারদের ঝলক দেখানো ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের এবারের আসরে প্লে-অফের সম্ভাবনা ধরে রাখলো খুলনা টাইগার্স। এই জয়ে ১০ ম্যাচে ৫ পরাজয়ের বিপরীতে ৫ম জয় তুলে নিয়ে এই মুহুর্তে পয়েন্ট টেবিলের চারে অবস্থান খুলনার। দলটার সংগ্রহ ১০ পয়েন্ট। আর ১১ ম্যাচে দশম পরাজয় ঢাকার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি তুলতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেল তৃতীয় ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ নাইম ও সাইফ হাসানের উইকেট তুলে নেয়ার পর আর ঢাকা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।
পারনেল ছাড়াও খুলনার আরেক মিডিয়াম পেসার মোহাম্মদ মুকিদুল ইসলাম ঢাকার ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। উভয়েই তিনটি করে উইকেট নিয়েছেন। এদিন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় তার পাঁচজন বোলারকে পরখ করেছেন।
ঢাকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রানের ইনিংস আসে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। এছাড়া অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর ২৫ রানের ইনিংস খেলেন।
১২৯ রানের টার্গেটে খেলতে নামা খুলনা ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। এনামুল হক বিজয়কে আউট করে পেসার শরিফুল অন্যরকম কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় ওভারে ক্যারিবীয় এভিন লুইসকে আউট করে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন শরিফুল।
কিন্তু পারভেজ হোসেন ইমনের ৪০, শাই হোপের ৩২ ও আফিফ হোসেনের অপরাজিত ৪৩ রানে সহজ জয় নিশ্চিত হয় খুলনার।
ঢাকার পক্ষে পেসার শরিফুল ও তাসকিন দু’টি করে উইকেট পেয়েছেন।