দুই দুর্বলের লড়াইয়ে ঢাকাকে হারালো সিলেট

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বুধবার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রানের সংগ্রহ পায় ঢাকার ব্যাটাররা। জবাবে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেটের ব্যাটাররা।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার ওপেনার সাব্বির হোসেন দলীয় ও ব্যক্তিগত চার রানে ইনিংসের চতুর্থ বলে ফিরে গেলে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহকে ৮২ তে নিয়ে যান মোহাম্মদ নাইম ও সাইফ হাসান। কিন্তু দুই রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়লে দলটার আর কোন ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেন নি। সাইফ ৪১ ও নাইম ৩৬ রান করে আউট হন।

সিলেটের পক্ষে রেজাউর রহমান রাজা ২০ রানে তিন ও ইংলিশ বোলার সামিত প্যাটেল ১৯ রানে দুই উইকেট নেন।

জবাবে খেলতে নেমে সিলেটের দুই ওপেনার সামিত প্যাটেল শূন্য ও হ্যারি টেক্টর ৮ রান করে আউট হন। দলীয় ৭৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় সিলেট। এই সময় জাকির ৮, মোহাম্মদ মিথুন ১৭ ও নাজমুল হোসেন শান্ত ৩৩ রান করেন।

কিন্তু আর কোন বিপদ হতে দেননি ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ও জিম্বাবুইয়ান মিডল অর্ডার ব্যাটার রায়ান বার্ল। তাদের ৫৫ রানের জুটিতে ৮ম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেলো সিলেট। হাওয়েল ৩০ ও বার্ল ২৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

ঢাকার পেসার শরিফুল তিন ও পাকিস্তানী লেগব্রেক বোলার উসমান কাদির ২ উইকেট পান।

Exit mobile version