চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। রাউন্ড রবিন পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে শুধুমাত্র সাকিবের রংপুর রাইডার্স। অন্যদিকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স।
আর মাত্র ১০ ম্যাচ পরেই নিশ্চিত হবে রংপুরের সাথে কোয়ালিফায়ারে বাকী তিনদল কারা। এখনো বিদেশি ক্রিকেটারদের এনে দলের শক্তি বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতিমধ্যেই বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার।
তামিম ইকবালের ফরচুন বরিশালে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটার টম ব্যান্টন। অন্যদিকে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের খেলা থাকায় বিপিএলের শেষ দিকে এসেছেন উইন্ডিজ তারকা জেসন হোল্ডার। এর আগে অবশ্য আবুধাবি টি-টোয়েন্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। গতকাল টুর্নামেন্টের ফাইনালে তাঁর দল দুবাই ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস।
অপরদিকে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন। তিনিও খেলেছেন জেসন হোল্ডারের দল দুবাই ক্যাপিটালসেই। সেই আসরে পাঁচ ম্যাচ খেলে ১৬৯ রান করেছেন টম। সেখানে তাঁর স্ট্রাইকরেট ছিলো ১৩০- এর বেশি।