বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা, শীর্ষে কে?

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। ধীরে ধীরে যেন উত্তেজনা বাড়ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের। পয়েন্ট টেবিলের লড়াইটাও এখন আরও বেশি জমজমাট।

একনজরে দেখে নেয়া যাক এই পর্যন্ত খেলা ২৪ ম্যাচ শেষে বিপিএলের বর্তমান পয়েন্ট টেবিলঃ

সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে শীর্ষে আছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

সমান ম্যাচ ও সমান জয় নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে। লিটন দাসের ভিক্টোরিয়ান্স রয়েছে তৃতীয় স্থানে।

সমান ম্যাচ খেলে সমান চার জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স।

কাগজে-কলমে এবারের বিপিএলের অন্যতম ফেবারিট দল ফরচুন বরিশাল রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। জাতীয় দলের তিন স্তম্ভ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে নিয়ে গঠিত দলটি সাত ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র তিনটিতে।

আট ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।

টেবিলের তলানিতে পড়ে আছে শরিফুল-তাসকিনের দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসর শুরু করলেও এরপর খেলা ছয় ম্যাচে একটিতেও জয়ও পায়নি দলটি।

Exit mobile version