বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডের দিনে কুমিল্লার কাছে হারলো স্বাগতিক চট্টগ্রাম

আজ থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের আসরের প্রথম ম্যাচেই রানের ফোয়ারা দেখলো চট্টগ্রামবাসী। বিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান।

এদিন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। আরেক ওপেনার উইল জ্যাকসকে নিয়ে ওপেনিং জুটিতে ৮৬ রান তোলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। ৩১ বল খেলে ৯টি চার ও ৩টি ছয় মেরে ৬০ রান করে লিটন বিদায় নিলেও অপরপ্রান্তে থাকা উইল জ্যাকসের ইনিংস থামে অপরাজিত ১০৮ রানে। তাঁর ব্যাট থেকে আসে ৫টি চার এবং ১০টি ছয়।

বিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও এদিন খেলেছেন বিস্ফোরক ইনিংস। পাঁচে নেমে ২৪ বল খেলে ২টি চার ও ৫টি ছয়ে ৫৩ রান করেন মঈন। চতুর্থ উইকেট জুটিতে জ্যাকসের সাথে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।

২৪০ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। ব্যাটের পর বল হাতেও ইংলিশ তারকা মঈন আলী আজ ছড়িয়েছেন মুগ্ধতা। নিয়েছেন আসরের ২য় এবং টুর্নামেন্টের ৮ম হ্যাটট্রিক। মঈনের চার উইকেটের সাথে রিশাদ হোসেনের চার উইকেট এবং মুস্তাফিজুর রহমানের দুই উইকেটের বদৌলতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস থামে ১৬৬ রানে।

এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি করা উইল জ্যাকসের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

Exit mobile version