সিলেট পর্ব শেষ করে আবারো ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখান থেকে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সাগরিকার পারে অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট।
আজ এক বিবৃতিতে চট্টগ্রাম পর্বের টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় বিপিএলের দুই ম্যাচ উপভোগ করা যাবে চট্টগ্রামে। সেখানে টিকেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকেট ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ৪০০, ক্লাব হাউজ ৮০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ড টিকেটের মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সের টিকেট পাওয়া যাবে ২ হাজার ৫০০ টাকায়।
আগামীকাল থেকে, ম্যাচের আগের দিন, ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে নির্ধারিত স্থানে। বিটাক মোড়ের পাশে সাগরিকা টিকিট সেন্টার ও এম এ আজিজ টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এ ছাড়া বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ঘরে বসে কেনা যাবে।