বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠল রংপুর রাইডার্স। চট্টগ্রামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮ রানে হারিয়েছে রংপুর। এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নুরুল হাসান সোহানের দলের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে চট্টগ্রাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রনি তালুকদারের ২৫, সাকিবের ৩৯ বলে ৬২ রানের ক্যামিও ও মেহেদী হাসানের ১৭ বলে ৩৪ রানের সুবাদে ৮ উইকেটে ১৮৭ রানের ভিত্তি পায় রংপুর।
জবাবে খেলতে নেমে ৫ম ওভারের মধ্যে চট্টগ্রামের তিন উইকেট তুলে নেন গতির ঝড় তোলা দক্ষিণ আফ্রিকান বোলার ডোয়াইন প্রিটোরিয়াস।
অধিনায়ক শুভাগত হোম ও নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্রুস বারতম ওভারে মেহেদী হাসানের স্পিন বিষে নীল হলে ৭৮ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।
এই অবস্থায় চট্টগ্রামের বড় পরাজয়ের কথাই হয়তো ভাবছিলেন দর্শকরা। কিন্তু রোমারিও শেফার্ড ব্যাট হাতে রানের ঝড় তোলেন। এক পর্যায়ে শেষ দুই ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিলো ৫১ রান। উনিশতম ওভারে পেসার হাসান মাহমুদ দেন ২২ রান। শেষ ওভারে প্রয়োজন ছিলো ২৯ রান।
নিশামের করা ওভারটিতে ১০ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শেফার্ডকে। এবারের বিপিএলে এটাই ছিলো গায়ানিজ ক্রিকেটার রোমারিও শেফার্ডের।
২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ম্যাচটাকে রাঙিয়ে নেয়ার পথেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর সফল হতে পারেন নি। অপরাজিত ছিলেন ৩০ বলে ৬৬ রান করে।