মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেট অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ নেটে অনুশীলনে ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস দল। সেখানে নেটে বোলিং করার সময় মাথা বলের আঘাতে মাথা ফেটে যায় দেশের অন্যতম সেরা এই পেসারের।

জানা যায়, বল করে রান আপ নিতে ফিরছিলেন ফিজ। সেসময় তাঁকে ডাক দেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর ডাকে সাড়া দিয়ে মাথা ঘুরিয়ে কোচের দিকে এগিয়ে যেতেই তাঁর মাথার বাঁ দিকে বল আঘাত করলে মাথা ফেটে যায় মোস্তাফিজের।

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে কুমিল্লার জার্সিতে মাঠে নেমেছেন মোস্তাফিজ। সেখানে তিনি তুলে নিয়েছেন ১১ উইকেট। এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট।

Exit mobile version