ঢাকার পর সিলেটের হোম ভেন্যু কিন্তু পরাজয় থেকে বের হতে পারলো না সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় টানা দুই হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫২ রানে হারলো মাশরাফির দল। লো স্কোরিং ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১৬ ওভার দুই বলে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে, টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেয় সিলেট। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষ কুমিল্লাকে অল্পরানে আটকে রাখার পরিকল্পনায় পুরোপুরি সফল ছিলেন স্বাগতিক দলের বোলাররা।
ইমরুল কায়েসের ৩০, মিডল অর্ডারে জাকের আলীর ২৯, খুশদিল শাহ এর ২১ ও মোহাম্মদ রিজওয়ানের ১৪ রান ছাড়া দলটার আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন নি। অতিরিক্ত থেকে এসেছে ১২ রান।
সিলেটের পক্ষে বা হাতি ইংলিশ লেগ স্পিনার সামিত প্যাটেল ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। এছাড়া জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভা দুই উইকেট পেয়েছেন।
১৩১ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১, ৫ ও ১১ রানে আউট হন যথাক্রমে মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত ও সামিত প্যাটেল। জাকির হাসান ৪১ ও জিম্বাবুয়ের রায়ান বার্ল ১৪ রান করেন।
মূলত বাংলাদেশী বোলার আলিস আল ইসলাম ডানহাতি অফব্রেকে নাকাল হয়ে ফিরেছেন সিলেটের চার ব্যাটার। এছড়া ক্যারিবীয় অফব্রেক বোলার রস্টন চেজ নিয়েছেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
টস: সিলেট
কুমিল্লা: ১৩০/৮ (রিজওয়ান ১৪, ইমরুল কায়েস ৩০, জাকের আলী ২৯ ও খুশদিল শাহ ২১)
সিলেট: ৭৮ (অলআউট ১৬.২ ওভার)
ম্যান অফ দ্য ম্যাচ: আলিস আল ইসলাম।