শামিম ঝড়ের পর বরিশালকে রংপুরের ১৫০ রানের টার্গেট

১৫তম ওভারের ৫ম বলে দলীয় ৭৭ রানে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ৭ম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় দলটার সর্বোচ্চ সংগ্রহ কতো দাঁড়াতে পারে এমন একটা প্রশ্ন নিশ্চয়ই দর্শকদের মনে উকি দিয়েছে। সেই দলটাই কিনা ফরচুন বরিশালকে শেষ পর্যন্ত দেশড় রানের টার্গেট দিয়েছে।

মূলত নিজেকে হারিয়ে খুজে ফেরা এক সময়ের মারকুটে ব্যাটার শামিম হোসেন পাওয়ারির ২৪ বলো করা ঝড়ো অপরাজিত ৫৯ রানের ওপর ভর করে দলীয় এই রান তুলতে পেরেছে রংপুর। দলটার দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে কিউই ব্যাটার জেমস নিশামের ব্যাটে। তৃতীয় সর্বোচ্চ ১৪ রান এসেছে অধিনায়ক নুরুল হাসানের ব্যাটে। ১২ রান করে করেছেন মোহাম্মদ নবী ও আবু হায়দার রনি। রনি অবশ্য শামিম পাটওয়ারির সাথে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

শামীম পাটওয়ারি বেশি তান্ডবটা চালিয়েছেন ক্যারিবীয় মিডিয়াম পেসার ওবেদ ম্যাককয়ের করা ১৯তম ওভারটিতে। দুই বাউন্ডারির বিপরীতে শামীম ছক্কা হাকিয়েছেন তিনটি। নিয়েছেন ২৬ রান।

বরিশালের পক্ষে ইংলিশ পেসার জেমস ফুলার সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। বোলিংয়ে শুরুর ঝড়টা তুলে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ক্যারিবীয় পেসার কাইল মায়ার্স ও স্পিনার তাইজুল ইসলাম।

Exit mobile version