রান উৎসবের মাঝে চট্টগ্রাম পর্বে বিপিএলের প্রথম দুই দিন সমাপ্ত হয়েছে। বিপিএল খেলতে চট্টগ্রামে আসা ক্রিকেটারদের মেজাজ রূপ নিয়েছে চরমে। আলোচনায় দেশি, বিদেশি ক্রিকেটারদের সংঘর্ষ।
অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটারের মাঝে। সামান্য ঘটনা থেকে কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দু’জনে। সকালে অনুশীলনে এসে উপস্থিত গণমাধ্যমের ওপর রেগে আগুন সিলেট স্ট্রাইকার্সের সামিত প্যাটেল।
অনুশীলনের ফাঁকে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। হাসি মুখে সাক্ষাৎকার শেষ করলেও মিনিট দশেক পরে সামিত কোনো এক কারণে রেগে যান।
অবশ্য এখানেই থেমে যাননি তিনি, অজানা কারণে ক্ষোভ ঝাড়লেন পুরো বাংলাদেশের গণমাধ্যমকে হেয় করে। তিনি অকথ্য ভাষায় বাক্যও ছুঁড়েছেন। টেনেছেন বাংলাদেশি ক্রিকেটারদেরও। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারা সামিত ক্ষমা চেয়েছেন।
এনিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিচে বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-
“জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলাকালে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে ইন্টারভিউ প্রদান পরবর্তী সময়ে দলের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল ও দলের মিডিয়া/কমার্শিয়াল ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বিষয়টি সমাধানের পদক্ষেপ নেন।
তারা উভয়ে ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন। সামিত তার নিজের ভুল বুঝতে পেরে গণমাধ্যমকর্মীদের প্রতি দু:খ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিকে সজাগ থাকবেন বলে প্রতিজ্ঞা করেন।
সিলেট স্ট্রাইকার্স ম্যানেজম্যান্ট সবসময় গণমাধ্যমের গুরুত্ব অনুধাবন করেন।
ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এই ব্যাপারে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সর্তক করেন। “