সাকিবকে হারিয়ে বিপিএল শুরু তামিম ইকবালের

“বন্ধু তুমি শত্রু তুমি”। দেশের ক্রিকেটে এক সময়ের দুই বন্ধু তামিম ও সাকিবের অবস্থান এখন দুই মেরুতে। বিশ্বকাপ দল থেকে তামিমের বাদ পড়া, তামিমের বিরুদ্ধে সাকিবের সরাসরি অবস্থানের পর তাদের মধ্যে কথা বলাও বন্ধ। দেশের ক্রিকেটে জনপ্রিয় এই দুই খেলোয়াড় বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিবের দল রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রংপুরকে। ক্যারিবীয় অলরাউন্ডার ব্রান্ডন কিং শূন্য রানে আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় সাকিবের দল।

আরেক ওপেনার রনি তালুকদার ব্যক্তিগত ৫ ও সাকিব ২ রান করে আউট হন। মিডল অর্ডারে শামিম হোসেনের ইনিংস সর্বোচ্চ ৩৪, লোয়ার অর্ডারে মেহেদি হাসানের ২৯ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৩ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ১৩৪ রান যোগ হয় বড় বাজেটের দল রংপুরের।

বরিশালের পক্ষে পেসার খালেদ আহমেদ ৩১ রানে চার উইকেট নেন। এছাড়া দুই উইকেট পেয়েছেন মেহেদী মিরাজ।

জবাবে, তামিমের ৩৫, মুশফিকুর রহীমের ২৬ রানের সুবাদে সহজ জয় পায় বরিশাল। এছাড়া মিরাজের ব্যাটে আসে ২০ রান। অবশ্য দলীয় ১১৩ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ২৫ রান যোগ করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক। ১১ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের খালেদ আহমেদ।

Exit mobile version