সিলেটের টানা চতুর্থ হার

বিপিএল

ঢাকা থেকে সিলেট কিন্তু পরাজয়ের বৃত্ত থেকে বেরুতে পারছে না গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। এনিয়ে টানা চার ম্যাচেই হারের মুখ দেখলো মাশরাফি বিন মোর্ত্তজার দল। ইনজুরি নিয়ে খেলার কারণে চারদিকে কঠোর সমালোচনার পরও খেলে যাওয়ার সাথে যুক্ত হয়েছে টানা পরাজয়। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে বাংলাদেশ ক্রিকেটের “ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক”।

মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই বড় স্কোর গড়তে পারছে না শান্ত-মিথুনদের নিয়ে গড়া দলটার ব্যাটিং লােইন-আপ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় আট রানের মধ্যেই বিদায় নেন দলটার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিথুন।

এরপর আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের ৪৫, জাকির হাসানের ৩১ ও জিম্বাবুইয়ান ব্যাটার রায়ান বার্লের অপরাজিত ৩৪ ও আরিফুল হকের অপরাজিত ১৭ রানের সুবাদে চার উইকেটে ১৩৭ রানের মামুলি সংগ্রহ পায় স্বাগতিক সিলেট।

আটোসাটো বোলিংয়ে চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ওমানের পাকিস্তানী বংশোদ্ভুত বা হাতি মিডিয়াম পেস বোলার বিলাল খান।

মারকাটারি টি-টোয়েন্টি যুগে ১৩৭ রান বড় কোন সংগ্রহ নয়। তার ওপর সিলেটের উইকেটে ব্যাটাররা নিয়মিতই রান পাচ্ছেন। কিন্তু সেখানেও চরমভাবে ব্যর্থ হচ্ছেন। রানে থাকা চট্টগ্রামের ব্যাটাররা কোন ধরনের যদি কিন্তুর সুযোগ না দিয়ে দুই উইকেট হারিয়ে ১৭ ওভার চার বলে প্রয়োজনীয় ১৩৮ রান তুলে নেয়।

ওপেনার তানজিদ হাসান তামিম ৫০ ও নিউজিল্যান্ডের টম ব্রুস অপরাজিত ৫১ রান করেন। লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো ১৭ ও তানজিদ হাসান ৫০ রানে আউট হন। টম ব্রুসের সাথে ১৩ রানে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

টস: সিলেট

সিলেট: ১৩৭/৪ (শান্ত ৫, মিথুন ১, টেক্টর ৪৫, জাকির ৩১, রায়ার্ন বার্ল ৩৪*, আরিফুল হক ১৭* ও অতিরিক্ত ৪ রান)

চট্টগ্রাম: তানজিদ ৫০, ফার্নান্দো ১৭, ব্রুস ৫১*, শাহাদাত ১৩* ও অতিরিক্ত ৭ রান)

Exit mobile version