সুযোগ হাতছাড়া করে কুমিল্লার কাছে খুলনার হার

বিপিএল

টি-টোয়েন্টিতে যে কোন উইকেটেই ১৫০ রানের লক্ষ্যটা বেশি নয়। কিন্তু রান তাড়ায় কুমিল্লার পাকিস্তানী মিডিয়াম পেসার আমের জামালের বোলিংয়ে ৭ বল আগেই ১১৫ রানে গুটিয়ে গেলো খুলনা টাইগার্স। ফলে ৩৪ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২৩ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আমের জামাল।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ৪৫ রানের সুবাদে ৭ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি এনামুল হক বিজয়ের খুলনা।

লো-স্কোরিং ম্যাচ জিতে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে উঠলো কুমিল্লা। আর সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে চতুর্থস্থানে খুলনা। ম্যাচ শেষে জয় না পাওয়ায় নিজের কাধে দায় নিয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

সংক্ষিপ্ত স্কোর:

টস: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লার ইনিংস: ১৪৯/৭ (রিজওয়ান ২১, লিটন ৪৫, উইল জ্যাকস ২২, তৌহিদ হৃদয় ১৬, খুশদিল শাহ ৪, জাকের আলী ১৮*, মাহিদুল ইসলাম অঙ্কন ১০, আমের জামাল ০, তানভির ইসলাম ১* ও অতিরিক্ত ১২ রান )।

খুলনার ইনিংস: ১১৫ (১৮.৫ ওভার) বিজয় ১৯, এভিন লুইস ১০, আফিফ হোসেন ৫, আকবর আলী ৫, পারভেজ হোসেন ইমন ০, নাহিদুল ইসলাম ২১, মোহাম্মদ নেওয়াজ ৭, ফাহিম আশরাফ ১৩, মোহাম্মদ ওয়াসিম ২৩, নাসুম আহমেদ ০, মুকিদুল ইসলাম ৪ ও অতিরিক্ত ৮ রান।

ফলাফল: কুমিল্লা ৩৪ রানে জয়ী।

ম্যান অফ দ্য ম্যাচ: আমের জামাল।

Exit mobile version