পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। দুইবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ হোসেন। কিন্তু একই ম্যাচে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
শুক্রবার ব্যাট-বলে চরম হতাশার দিন পার করেছেন। একইসঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে।
টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে ৩২ বার তিনি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। ৩১টি ডাক নিয়ে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন।
সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট আর সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।
এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। তারা হলেন রশিদ খান ৪৫, অ্যালেক্স হেলস ৪৪, গ্লেন ম্যাক্সওয়েল ৩৫, রাইলি রুশো ৩৩, পল স্টার্লিং ৩৩ ও জেসন রয় ৩৩ বার
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ২২ বার শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















