গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল প্যারিস সেন্ত জার্মেই। সেই অভ্যাসে যেন একটু ছন্দপতন। গোল খরায় ভুগছে দলটি। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
লুই এনরিকের প্রশিক্ষণাধীন দলটি মৌসুমের শুরুতে প্রথম ১৯ ম্যাচে একবার হলেও প্রতিপক্ষের জালে বল ফেলেছে। কিন্তু গত তিন ম্যাচের দুইটিতে তারা কোনো গোল করতে পারেনি। এগারদিন আগে ঘরোয়া লিগে মোনাকোর কাছে ১-০ গোলে হেরে যায় তারা। এবার গোল করতে ব্যর্থ হলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।
গোল পায়নি, তবে প্যারিস সেন্ত জার্মেই যথেষ্ঠ ভুগিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। বেশ কয়েকটা সুযোগ তারা তৈরি করেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তবে এ সময়ে স্বাগতিক দলের গোলরক্ষক উনাই সিমন যেনো নিজের সেরা খেলাটা উপহার দিলেন। ফলে ব্রাডলি বারকোলার গোল পেতে গিয়েও পাননি। সুযোগ পেয়েছিল বিলবাও। ৮০ মিনিটের সময় আলেক্সান্ডার বেরেনগুয়েরের শট বারের ওপর দিয়ে চলে যায়।
ড্র সত্ত্বেও প্যারিস সেন্ত জার্মেই পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ১৩ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট ম্যানচেস্টার সিটি ও আতালান্তার। তবে গোল পার্থক্যে ওপরে প্যারিস সেন্ত জার্মেই। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। তাদের সংগ্রহ যথাক্রমে ১৮ ও ১৫।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











