আগামী আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ২০টিরও বেশি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। যা শুরু হবে আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
বিসিবি জানায়, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১১ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা। আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে শুরু হবে যুবাদের টানা ব্যস্ততা।
এছাড়া দক্ষিণ আফ্রিকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সিরিজ শেষ করে দুই দলই যাবে জিম্বাবুয়ে সফরে। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। দুই সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি।
আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। কন্ডিশনের স্বাদ দিতে ক্রিকেটারদের জন্য ত্রিদেশীয় সিরিজটি হবে গুরুত্বপূর্ণ, বললেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার।
তিনি আরও বলেন,‘বিশ্বকাপের দেশ হওয়ায় ত্রিদেশীয় সিরিজটি গুরুত্বপূর্ণ। ছেলেরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। টুর্নামেন্টের আগে কন্ডিশনিং ক্যাম্প করলে, অনেকসময় ক্যাম্পের ক্লান্তির প্রভাব পড়ার শঙ্কা থেকে যায়। তাই কিছু দিন আগেই জিম্বাবুয়েতে খেলে সেখানের সব কিছু বোঝার চেষ্টা করবে দল।’
গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজ মিলিয়ে এখন পর্যন্ত ১০টি যুব ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে পরবর্তী আসরের আগে আরও ২০টির বেশি ম্যাচ খেলানোর আশা বিসিবির।
সেই লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর সেপ্টেম্বরের শেষ দিকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড যাওয়ার কথা যুবাদের। পরে দেশে ফিরে হবে দীর্ঘমেয়াদি ক্যাম্প। ক্যাম্পের মাঝেই ঘরের মাঠে একটি সিরিজ আয়োজন করার ইচ্ছা বিসিবির।
আপাতত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেদের ঝালাই করে নিচ্ছেন জাওয়াদ, আজিজুলরা। যা চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















