ভারতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে গত বছরের ১৯ নভেম্বর। এরপর থেকে খেলা সাত ম্যাচের একটিতেও জয় পায়নি পাকিস্তান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা মিললো শাহিন আফ্রিদির নেতৃত্বে। কিউইদের তাঁরা হারিয়েছে ৪২ রানের ব্যবধানে।
শুধুমাত্র সাত ম্যাচ পর জয় নয়, আজকের জয়টা পাকিস্তানের জন্য আরো একটি কারণে স্বস্তিদায়ক। এই জয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো তাঁরা। কিউইরা আজ হারলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তাঁরা জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭ ওভার ২ বলে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ইফতিখার আহমেদ। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।
ব্যাটিং ব্যর্থতার দিনে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।
এদিকে আগে ব্যাট করতে নেমে রিজওয়ানের সাথে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন বাবর আজম। ১৩ রানেই বাবরের ইনিংস থামলেও রিজওয়ান ফিরেছেন গুরুত্বপূর্ণ ৩৮ রান করে। শেষে ফখর জামানের ১৬ বলে ৩৩ এবং আব্বাস আফ্রিদির ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৩৪ রানের ছোট সংগ্রহ পায় পাকিস্তান।
কিউইদের হয়ে টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন এবং ইশ সোধি দুইটি করে উইকেট নিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














