নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর্থিক পুরস্কারের পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ আইসিসির।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বাৎসরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে আইসিসি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেওয়া হবে, যা ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ বেশি।
যা গত বছর ছিল ১০ লাখ ডলার। এবার শিরোপা জয়ী দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্স আপ দলকে ৫ লাখ ডলারের পরিবর্তে দেওয়া হবে ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপ পর্বে দলগুলো প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















