আগামী বছর ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে এই টিকিট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। অবশ্য পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কার মাটিতে। কারণ তারা ভারত সফরে যাবে না।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেদিক থেকে প্রায় ২ মাস বাকি এখনও এই টুর্নামেন্ট শুরু হতে। তবে আজ থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। অবশ্য আপাতত প্রাথমিক পর্বের ম্যাচগুলোর টিকিট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করেছে আইসিসি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। প্রথম পর্বের টিকিটের দাম তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হয়েছে।
ভারতের অনুষ্ঠিত ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হিয়েছে ১০০ রুপি। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধু ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











