২০২৬ বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে দেখতে আগ্রহী নতুন কোচ কার্লো আনচেলত্তি। ইতোমধ্যে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নেইমারের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব জল্পনার অবসান ঘটান আনচেলত্তি।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হতে চলেছে নেইমার। ওর সঙ্গে কথা হয়েছে, ভালোভাবে প্রস্তুতির বিষয়ে ও সচেতন। আমাদের বিশ্বাস, নেইমার এই বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে।”
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন। সেই সময় সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তিও ভেঙে যায়। বর্তমানে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব স্যান্টোসে খেলছেন, যেখানে ২০২৫ সালের শেষ পর্যন্ত থাকবেন।
আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। তবে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার।
