বিশ্ব ক্লাব কাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন লুকা মদরিচ। গত বৃহষ্পতিবার রিয়াল মাদ্রিদ ও লুকা মদরিচ এ তথ্য জানিয়েছেন।
মূলত বয়সের কারণে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন মদরিচ। ৩৯ বছর বয়স তার। রিয়াল মাদ্রিদে একে একে ১৩ মৌসুম পার করেছেন। এ সময়ে রেকর্ড ২৮ শিরোপা জয়ে সঙ্গী হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার ভূমিকা কমেছে, তবে গুরুত্ব আগের মতোই রয়েছে। এ মৌসুমে লিগে ৩৪ ম্যাচে মাঠে নেমেছেন। ১৬ ম্যাচে ছিলেন প্রথম একাদশে।
লুকা মদরিচ বলেন, ২০১২ সালে আমি রিয়াল মাদ্রিদে এসেছিলাম। বিশ্বের সেরা ক্লাবের জার্সিতে খেলাটা আমার স্বপ্ন ছিল। যাহোক শনিবার আমি সান্তিয়াগো বার্নাবু্যতে শেষবারের মতো মাঠে নামবো। রিয়াল মাদ্রিদে খেলতে এসে একজন খেলোয়াড় হিসেবে আমার জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি মানুষ হিসেবেও। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবের একজন হতে পেরে আমি গর্বিত।
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এই যুগেও মদরিচ ছিলেন উজ্জ্বল। ২০১৮ সালে ব্যালন ডি অর জয় করেন তিনি। ২০১৮ সালে তার কৃতিত্বে ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তবে এ মৌসুম বড় বাজে কেটেছে মদরিচের। ২০২১ সালের পর এ মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো বড় ট্রফির দেখা পায়নি।
