বিসিএলে বিদেশি দলের অংশগ্রহণের পরিকল্পনায় বিসিবি

জাতীয় দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে ব্যস্ত থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা বিরাজ করছে। তবে অপেক্ষার অবসান ঘটাতে চলেছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চলতি বছরের মে মাসে এই প্রথম শ্রেণির টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা থাকলেও ভেন্যু সংকট এবং ক্রিকেটারদের ব্যস্ত সূচির কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে নতুন সূচি অনুযায়ী বিসিএল শুরু হতে যাচ্ছে আগামী আগস্ট-সেপ্টেম্বরে।

এক সাক্ষাৎকারে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের আসরেও চারটি দলই অংশ নেবে। যদিও শুরুতে গোলাপি বলে খেলার কথা থাকলেও এবার লাল বলেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এইবার বিসিএলে নতুনত্ব যোগ হতে পারে বিদেশি দলের অংশগ্রহণে। আকরাম খান জানান, চারটি দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। তাদের মধ্য থেকে একটি দেশের ঘরোয়া দলকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আকরাম খান বলেন, “চারটি দেশের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কোন দেশ আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কাকে আমরা আনতে পারি।”

বিদেশি দলের অংশগ্রহণ বাস্তবায়ন হলে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার অভিজ্ঞতা পাওয়ার সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে। বিসিএলকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতেই এই পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

Exit mobile version