২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের বাকিদের মতো আড়ালে চলে যান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। অর্থাত গত বছরের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর অংশ ছিলেন নাইমুর রহমান দুর্জয়।
দুর্জয় ছিলেন ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যাদের হাত ধরেই ক্রিকেট যাদের উত্থানের শুরু। প্রথম টেস্টের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের দাওয়াত পেয়েছেন তিনি। কিন্তু ক্রিকেট পরবর্তী জীবনে রাজনীতির পরিচয়টাই যেন মুখ্য হয়ে যায় দুর্জয়ের জন্য।
বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। অবশেষে জানা গেল, ২৫ বছরের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন দুর্জয়। বুধবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে ঢাকা বিভাগের রজতজয়ন্তী উদযাপনে গিয়ে নাঈমুর রহমান দুর্জয়কে দাওয়াত দেওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দাওয়াতও দিয়েছে, কলও করা হয়েছে।’
বুলবুল বলেন, ‘আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিলেন, ফারুক ভাই ছিলেন, আতাহার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন—অনেক ক্রিকেটার ছিলেন, যারা টেস্ট খেলার সুযোগ পাননি। আমরা ওই সময়টায় নিজেদের ভাগ্যবান মনে করতাম যে প্রথম টেস্টে আমরা খেলতে পেরেছিলাম।’
মিরপুরের আয়োজন নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, প্রথম টেস্টটা খেলেছিলাম। সেই স্কোয়াডে যারা অ্যাভেইলেবল, সবাইকে কাল আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। মূলত আমাদের আগের সেই ২৫ বছর আগের স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই ক্রিকেটের বন্ধুত্ব, যেন অটুট থাকে এবং তাঁদের সম্মাননা জানানো।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















