বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিসিবি থেকে অপসারণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেন ফারুক আহমেদ। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর আজ রোববার হাইকোর্টে রিট করেছেন ফারুক।
কোন কারণ ছাড়াই হঠাৎ বিসিবির সভাপতির দায়িত্ব থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি ঘিরে বিতর্ক সৃষ্টি হলে ব্যাখ্যা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ‘ফারুক ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি বলেছিলাম, যেন ক্রিকেটের পরিবেশ খারাপ না করে, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা যায়। নিজে থেকে সরে গেলে হয়তো জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) তার পরিচালক পদ বাতিল করতে হতো না। যেহেতু তিনি সরে দাঁড়াননি, তাই আমাদের উদ্যোগ নিতে হয়েছে। ’
উপদেষ্টা আরও জানান, ফারুক আহমেদের অপসারণ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় বরং পারফরম্যান্স বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়েছে, ‘নতুন নেতৃত্ব আসার পর বিগত নয় মাসে ক্রিকেটে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বিপিএল থেকে শুরু করে সার্বিক পারফরম্যান্স হতাশাজনক। তাই আমাদের নতুন করে ভাবতেই হয়েছে। ’
আইনি পথে হেঁটে ফারুক তার অপসারণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয়, হাইকোর্টে তার রিট আবেদনের পর বিসিবির নেতৃত্ব নিয়ে সামনে কী ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















