বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারালো অস্ট্রেলিয়া

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারলো বাংলাদেশ। অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ৪১ ও তাওহীদ হৃদয়ের ৪০ রানের সুবাদে ১৪০ রানে সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার দুই বলে ২ উইকেটে ১০০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পরে বৃষ্টি আইনে অজিদের ২৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

১৪১ রানের টার্গেটে খেলতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড ছিলেন শুরু থেকেই মারমুখি। ৪০ বলেই তুলে নেন ৬৫ রান। অর্থাৎ ৬ ওভার চার বলে ৬৫ রান তোলার পর রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন ডেঞ্জারম্যান ট্রাভিস হেড। নিজের পরের ওভারেই অজি অধিনায়ক মিচেল মার্শকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন রিশাদ।

পাঁচ রানের মধ্যে দুই উইকেট হারিয়েও দ্রুত জয় নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল জুটি। টু ডাউনে নামা ম্যাক্সওয়েল ৬ বলে তুলে নেন ১৪ রান। অন্য প্রান্তে ওয়ার্নার অপরাজিত ৩৫ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। দলের রান যখন দুই উইকেটে ১০০।

১২তম ওভারের প্রথম বলে ছক্কা হারিয়ে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। দ্বিতীয় বলে নেন এক রান। এই অবস্থায় ভারি বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ যায়। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে ডাক ওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে (ডিএল মেথড) ২৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন হ্যাটট্রিক আদায় করে নেয়া অজি পেসার প্যাট কামিন্স।

Exit mobile version