নিজেদের মাঠের খেলায় দারুণ এক জয়ে বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে। সব মিলিয়ে ৪-১ গোল গড়ের জয়ে বার্সেলোনা শেষ আটে নাম লিখিয়েছে।
কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে তারা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
মঙ্গলবার রাতে জ্বলে ওঠেছিলেন ১৭ বছরের ইয়ামাল। গোল করেছেন, আবার গোল করিয়েছেন। একাধিক গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। বার্সেলোনার হয়ে অপর দুই গোল করেন রাফিনহা।
মূলত ইয়ামালের পাস থেকে রাফিনহার ১১ মিনিটে করা গোলটিতে বেনফিকার সম্ভাবনা শেষ হয়ে যায়। কেননা প্রথম লেগে পিছিয়ে থাকায় এই এক গোলের কারণে তাদের ম্যাচ জিততে অন্তত তিন গোলের দরকার ছিল। গোল হজমের পরপরই তারা ফিরেছিল ঠিকই। কিন্তু তা যথেষ্ঠ ছিল না। ১৩ মিনিটে তারা গোল পরিশোধ করেছিল।
কিন্তু ২৭ মিনিটে ইয়ামালের গোলের পর ৪২ মিনিটে রাফিানহার গোল বার্সেলোনার জয় নিশ্চিত করে।
একটা কীর্তি গড়েছেন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল করার পাশাপাশি গোল করানোর কীর্তি গড়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















