বৈভবকে দেখতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে এলেন দুই তরুণী

ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। এরপর ব্যাটা হাতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৪ বছর বয়সেই তারকা তকমা পেয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও রীতিমতো ঝড় তুলেছেন বৈভব।

আর সেখানেই তার সাক্ষাৎ পেতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে গেলেন দুই তরুণী। রাজস্থানের আইপিএল জার্সি পরে এসেছিলেন আনায়া ও রিভা নামের দুই তরুণী। এরপর নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি পরা এবং বৈভব ও ভারতীয় দলের জন্য চিয়ার-আপ দেওয়া।’

ইংল্যান্ডের ওর্কেস্টারশায়ার শহরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলেছে ভারতীয় যুবারা। ফলে সেখানেই অবস্থান করছিলেন বৈভবও। ভক্তরাও তাকে একনজর দেখতে ছুটে গিয়েছেন ওই শহরে।

Exit mobile version