ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। এরপর ব্যাটা হাতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৪ বছর বয়সেই তারকা তকমা পেয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও রীতিমতো ঝড় তুলেছেন বৈভব।
আর সেখানেই তার সাক্ষাৎ পেতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে গেলেন দুই তরুণী। রাজস্থানের আইপিএল জার্সি পরে এসেছিলেন আনায়া ও রিভা নামের দুই তরুণী। এরপর নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি পরা এবং বৈভব ও ভারতীয় দলের জন্য চিয়ার-আপ দেওয়া।’
ইংল্যান্ডের ওর্কেস্টারশায়ার শহরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলেছে ভারতীয় যুবারা। ফলে সেখানেই অবস্থান করছিলেন বৈভবও। ভক্তরাও তাকে একনজর দেখতে ছুটে গিয়েছেন ওই শহরে।
