ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় বায়ার্ন এগিয়ে যায় ১৮তম মিনিটে। হ্যারি কেনের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় দলটি। এরপর কিছুটা ছন্দে ফিরে বোকা জুনিয়র্স ম্যাচে ফিরে আসে ৬৬ মিনিটে। মিগুয়েল মেরেনটিয়েলের একক প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান তিনি।
তবে ম্যাচের ভাগ্য গড়ায় শেষ দিকে। ৮৪ মিনিটে মাইকেল ওলিসের গোলে আবারও এগিয়ে যায় বায়ার্ন। এই গোলেই নিশ্চিত হয় তাদের টানা দ্বিতীয় জয় ও শেষ ষোলোতে ওঠা।
ম্যাচের বাকি সময়টুকুতে বোকা জুনিয়র্স গোল পরিশোধের চেষ্টা করলেও সফল হয়নি। প্রতিপক্ষের জমাট রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। অপরদিকে বোকার সামনে এখনও সুযোগ রয়েছে নকআউটে উঠার, তবে শর্ত জটিল। শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে অকল্যান্ড সিটির বিপক্ষে এবং একই সঙ্গে বায়ার্নের কাছে বেনফিকাকে হারতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















