জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতায় আলোচনায় মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে কোচিং শুরু হলেও এখন পর্যন্ত তার অধীনে ব্যাটারদের উন্নতির চেয়ে চোখে পড়ছে আরও বেশি অধারাবাহিকতা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, জিম্বাবুয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ—সবখানেই ব্যাটিংয়ের হাল মেলেনি। বিশেষ করে ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স বেশ হতাশাজনক। ২০২৫ সালে খেলা পাঁচ ওয়ানডের মধ্যে একটিতেও বাংলাদেশ ৫০ ওভার টিকে থাকতে পারেনি, একটি ম্যাচ বাদ দিলে বাকি চার ম্যাচে অলআউট হয়েছে ১৪ ওভার আগেই। সর্বোচ্চ দলীয় স্কোর মাত্র ২৪৮।
লিটন দাস, তানজিদ তামিম, হৃদয়েরা ছন্দে নেই। ব্যাটিংয়ে মনোযোগ ও পরিকল্পনার অভাব স্পষ্ট। তাই কোচ সালাউদ্দিনের কাজ নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, “এই ব্যাটিং নরমাল না। খেলোয়াড়দের ঠান্ডা মাথায় ব্যাটিং করা উচিত, সেটা হচ্ছে না।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেটাররা চাপে থাকলে ব্যর্থতা বাড়ে। প্রথম তিন ব্যাটার ভালো না খেললে দল পারফর্ম করবে না।” কোচের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাটিং কোচ কেমন কাজ করছেন, সেটা বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দেখবে।”
এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফও ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট। ব্যাটিংয়ে দ্রুত উন্নতির প্রত্যাশা করে তিনি জানান, ইনজুরির কারণে জাকের আলি অনিককে খেলানো হয়নি।
সব মিলিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়ছে, তেমনি সালাউদ্দিনের জায়গায় নতুন বিশেষজ্ঞ কোচ খুঁজছে বিসিবি। তবে কবে নাগাদ নতুন কোচ আসবে, তা এখনো অনিশ্চিত।
