ব্রিজটাউনে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। বুধবার প্রথম দিন ১৪ উইকেট হারিয়েছে দুই দল। অস্ট্রেলিয়াকে মাত্র ১৮০ রানে গুটিয়ে দেয়ার পরও বিপদে রয়েছে ক্যারিবীয়রা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের দুঃখ ভুলে নতুন শুরুর প্রত্যাশা ছিল অজিদের। তবে শুরুটা ভালো হয়নি। ক্যারিবীয় বোলারদের দাপটে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসে মাত্র একটি ভালো জুটি হয়।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে তৃতীয় উইকেট হারানোর পর উসমান খাজাকে সঙ্গ দিতে ক্রিজে নামেন ট্রাভিস হেড। এই দুইজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। ৪৭ রানে খাজা ফিরে গেলেও অর্ধশতক হাঁকান হেড।
৫৯ রানে গ্রিভসের বলে কাটা পড়েন তিনিও। শেষ দিকে অধিনায়ক কামিন্সের ১৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে ১৮০ রানের পুঁজি এনে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০ রানে ৫ উইকেট শিকার করেন জেডেন সিলস। ৪ উইকেট পেয়েছেন শামার জোসেফ। তবে অজিদের অল্প রানে গুটিয়ে দিয়েও শান্তিতে দিনটা শেষ করতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সের বোলিং দাপটে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭ রান। ক্রিজে ২৩ রানে ব্র্যান্ডন কিং এবং ১ রানে অপরাজিত আছেন রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ২টি এছাড়া হ্যাজেলউড ও কামিন্স নেন একটি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















