সিরিজের ১ম টি-টোয়েন্টিতে বিনাযুদ্ধে ১০১ রানে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ তারা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানে হারিয়ে দিয়েছে। চন্ডিগড়ে এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান তুলে ভালো শুরু পায় প্রোটিয়ারা। দুর্দান্ত কুইন্টন ডি কক দ্বিতীয় উইকেটে এইডেন মার্করামের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন।
মার্করাম ২৬ বলে ১ চার, ২ ছয়ে ২৯ রানে আউট হন। কক ক্যারিয়ারের ১৭তম ফিফটি হাঁকিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ৪৬ বলে ৫ চার, ৭ ছক্কায় ৯০ করে রান আউট হয়েছেন ১৬তম ওভারে।

পরবর্তীতে ডোনোভান ফেরেইরা ১৬ বলে ১ চার, ৩ ছয়ে ৩০ ও ডেভিড মিলার ১২ বলে ২ চার, ১ ছয়ে ২০ রানে অপরাজিত থাকেন। শেষ ২৩ বলে আসে ৫৩ রান। ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বরুণ চক্রবর্তী ২৯ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। ওয়ানডাউনে নামা অক্ষর প্যাটেল সতর্ক হয়ে খেলেও ২১ বলে ১ চার, ১ ছয়ে ২১ রান করে বিদায় নেন। তখন ৭.৩ ওভারে ৪ উইকেটে ৬৭ রান ভারতের।
এরপর তিলক ভার্মা একাই লড়ে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন। তিনিও ৩৪ বলে ২ চার, ৫ ছক্কায় ৬২ রানে আউট হন। শেষদিকে মাত্র ৯ বলে ৫ রানে ৫ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ভারত গুটিয়ে যায় ১৬২ রানে।

হার্দিক পান্ডিয়া ২৩ বলে ১ ছয়ে ২০ ও জিতেশ শর্মা ১৭ বলে ২ চার, ২ ছক্কায় ২৭ রান করেন। ওটনিল বার্টম্যান ২৪ রানে ৪টি এবং মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি ও লুথো সিপামলা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা- ২১৩/৪; ২০ ওভার (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)।
ভারত- ১৬২/১০; ১৯.১ ওভার (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টম্যান ৪/২৪, ইয়ানসেন ২/২৫, এনগিডি ২/২৬)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















