ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা যায় ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ও সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের নামে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এমন আবেদনপত্র পাওয়ার কথা নিশ্চিত করলেও পরে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। তদন্ত শেষে ফেডারেশন জানায়, এই আবেদনপত্রগুলো সত্য নয়, বরং এগুলো ভুয়া।
চলতি মাসের শুরুতে ভারতীয় দলের কোচ মানোলা মার্কেজ পদত্যাগ করেন। এরপরই নতুন কোচ নিয়োগে আবেদন আহ্বান করে ফেডারেশন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের এক পরিচালক জানান, আবেদনকারীদের তালিকায় জাভি হার্নান্দেজের নামও ছিল। গত বছর বার্সেলোনা ছাড়ার পর থেকে তিনি কোন দলের কোচিংয়ে নেই। তবে তাঁর মতো অভিজ্ঞ ও নামকরা কোচকে নিয়োগ দেওয়ার মতো বাজেট ভারতীয় ফেডারেশনের নেই বলে উল্লেখ করেন তিনি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এআইএফএফ জানায়, জাভির পাশাপাশি গার্দিওলার নামেও আবেদন এসেছে। ইউরোপের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটিতে ৯ বছর ধরে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গার্দিওলা, যার সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এমন একজন কোচের ভারতের দায়িত্ব নেওয়ার খবরেই সন্দেহ তৈরি হয়।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নাম ব্যবহার করে পাঠানো ই-মেইলের সত্যতা যাচাই করা হয়েছিল। পরে জানা যায়, এই আবেদনপত্রগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভুয়া।’
নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় এখন পর্যন্ত মোট ১৭০টি আবেদনপত্র জমা পড়েছে। যাচাই–বাছাই শেষে তিনজনকে নিয়ে তৈরি হয়েছে সংক্ষিপ্ত তালিকা। এদের মধ্য থেকেই পরবর্তী কোচ ঠিক করবে এআইএফএফের নির্বাহী কমিটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















