প্রথম ইনিংসে ১৫০ রানের বেশি লিড নিয়ে কখনোই নিজেদের মাটিতে টেস্ট হারেনি ভারত। সেক্ষেত্রে ১৯০ রানের লিডে ভারতীয় সমর্থকরা নির্ভার ছিলেন বললে একেবারেই ভূল হওয়ার কথা না। তবে টেস্ট ক্রিকেট যে জীবনের মতোই থেমে থেমে রঙ বদলায় তা আজ আরো একবার প্রমাণ দিলেন অভিষিক্ত টম হার্টলি।

সারাটা দিন জুড়ে ভারতীয় ব্যাটারদের নিজের স্পিন জাদুতে অসহায় বানিয়ে রাখা টম হার্টলিই এদিন ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন। তাতেই হায়দরাবাদ টেস্ট ম্যাচটা ভারত হেরেছে ২৮ রানে।
অবশ্য ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু ওলি পোপের উইলো থেকে। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচ উইনিং ১৯৬ রান। যেই ইনিংসটাকে ভারতের মাটিতে সফরকারী দলের ব্যক্তিগত সেরা অর্জনগুলোর তালিকায় রাখা যায়।

পোপের বদৌলতে চতুর্থ দিনে ইংল্যান্ডের ইনিংস থামে ৪২০ রানে। আর তাতে করে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। অভিষেক টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার হার্টলি একাই তুলে নেন সাত সাতটি উইকেট।
এই জয়ে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে গেলো সফরকারী ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














