আইপিএলের অভিষেক ম্যাচে প্রথম বলেই বিশাল ছক্কা! আর নিজের মাত্র তৃতীয় ম্যাচেই ৩৫ বলে রেকর্ডগড়া সেঞ্চুরি-চলমান আইপিএলে আলাদাভাবে নজর কেড়েছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী।
এরপর থেকেই এই বিস্ময় বালকের অসাধারণ ইনিংস নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার প্রশংসার ঝড় উঠেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও তার প্রশংসায় পঞ্চমুখ। বৈভবের সাফল্য এবার নজর কেড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
বিহারে খেলো ইন্ডিয়া গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবের উদাহরণ টেনে তিনি বলেন, এই বয়সেই বৈভব যা করেছে, তা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। নরেন্দ্র মোদি আরও বলেন,‘ বৈভবের এই অর্জন শুধু ক্রিকেট নয় সমস্ত ক্রীড়াবিদদের জন্যই দৃষ্টান্ত।’
একই সাথে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, বৈভবের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে তোমরাও নিজের লক্ষ্যে অবিচল থাকো। কঠোর পরিশ্রম আর মনোযোগে সাফল্যের চাবিকাঠি। আমরা শচীন বা বিরাটের কথা বলি, কিন্তু আজকের বৈভব দেখিয়ে দিল পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে বয়স কোন বাধা নয়।
বৈভবের মতো প্রতিভারা আমাদের দেশকে ভবিষ্যতে আরো গর্বিত করবে। এই বয়সে এত বড় মঞ্চে এমন পারফরম্যান্স খুব কম দেখা যায় বৈভবের এই আত্মবিশ্বাস ও সাহস প্রশংসনীয়। মোদি আরও বলেন, দেশের তরুণদের জন্য বৈভব সুরিয়াবংশী এখন অনুপ্রেরণার নাম। ওর এই সাফল্য আগামী দিনে আরো অনেক কিশোরকে এগিয়ে যেতে সাহস দিবে।
বৈভব পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। তাও আবার দ্বিতীয় দ্রুততম হিসেবে রেকর্ড গড়ে।এর আগে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে ৩০ বলে শতক হাকিয়েছিলেন।সেটাই আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বলে করা শতক হয়ে আছে।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের ৩৭ বলে শতকের রেকর্ড ভাঙ্গে বৈভব। ইউসুফ পাঠান এই রাজস্থান রয়্যালসের হয়েই ২০১০ সালে ৩৭ বলে শতক হাকিয়েছিলেন।
আইপিএলে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার যারা সেঞ্চুরি হাকিয়েছেন তাদের মধ্যে রিয়ান পরাগ ও সাঞ্জু স্যামসনও রাজস্থান রয়্যালসের হয়েই এই কীর্তি গড়েছিলেন ।
