আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কাকে সাথে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ইতোমধ্যে সময়সূচিও চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আইসিসির সাথে করা ৪ বছরের চুক্তির অবসান চাইছে জিওস্টার। ফলে ভারতে টিভি বা মোবাইলে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছ
মুকেশ অম্বানীর কোম্পানি রিলায়েন্সের নিয়ন্ত্রণাধীন জিওস্টার আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু ‘ইকোনমিক টাইমস’ একটি প্রতিবেদনে দাবি করেছে, আর্থিক ক্ষতির কারণে আইসিসির সঙ্গে এই চুক্তি আর রাখতে চায় না প্রতিষ্ঠানটি।
২০২৪ সমালে জিওস্টারের সঙ্গে ২৭ হাজার কোটি টাকায় চুক্তি হয় আইসিসির। চুক্তি মোতাবেক ২০২৭ পর্যন্ত ৪ বছরে ৪টি আইসিসি ইভেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকবে প্রতিষ্ঠানটি। কিন্তু দুই বছর হতে না হতেই চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চাইছে জিওস্টার।

ইতোমধ্যে তাই নতুন সম্প্রচার সংস্থা খুঁজতে নেমে গেছে আইসিসি। ৪ বছরের জন্য ২৭ হাজার কোটিতে আগের চুক্তিটি হলেও, এখন তা কমিয়েছে আইসিসি। ২০২৬ থেকে ২০২৯ এই ৪ বছরের জন্য ২১,৬৩৮ কোটি টাকা চেয়েছে তারা। যোগাযোগ করা হয়েছে সনি পিকচার্স, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের সঙ্গে। কিন্তু কেউই আগ্রহ দেখায়নি।
নেটফ্লিক্স সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স কেনার পর আর অর্থ খরচে রাজি হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অন্যান্য খেলার দিকেও হাত বাড়াচ্ছে তারা। ক্রিকেট নিয়ে তাদের আগ্রহ কম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















