বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পরের দুই টেস্টেও থাকছেন। প্রথম টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করলেও, এবার মাঠে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে হেডিংলি টেস্টে ইংল্যান্ড ও ভারতের প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা সৈকত। তবে ২ জুলাই শুরু হতে চলা এজবাস্টন টেস্ট ও ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে বাংলাদেশি এই আম্পায়ারকে মাঠে আম্পায়ারিং করতে দেখা যাবে।
অবশ্য মাস ছয়েক আগেই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার সিরিজে আম্পায়ারিং করেছিলেন শরফুদ্দৌলা। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল। যদিও ভোট তার পক্ষেই যায়। এছাড়া, দুই দেশের মেজাজী ক্রিকেটারদের সামলেছেন তিনি।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টিভি আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা সৈকত। টেস্টের চতুর্থ দিনে কামিন্সের বলে মোহাম্মদ সিরাজের ক্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। বলটি সিরাজের ব্যাট ছুঁয়ে আগে মাটি ছুঁয়েছে না কি আগে ক্যাচ নিয়েছে তা অনফিল্ড আম্পায়ার নিশ্চিত ছিলেন না। যার কারণে টিভি আম্পায়ারের সহযোগিতা নেন তখন মাঠে দায়িত্বে থাকা মাইকেল গফ।
এছাড়া চলতি বছরের শুরুতে সেই বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। যা সামাল দেন বাংলাদেশের এই আম্পায়ার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















