আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। নির্ধারিত ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। কিন্তু বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনে ভারত সফর করবে না। এবার সেই গুঞ্জন সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে ভারত সফর বাতিল করেছে বিসিবি।
২০২৬ সালের সেপ্টেম্বরেই শেষ পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সময়টা যেন একেবারেই নষ্ট না যায়, সে লক্ষ্যে বিকল্প পরিকল্পনায় ভাবছে বিসিবি। বিকল্প প্রতিপক্ষের সঙ্গে সিরিজ আয়োজন অথবা ঘরোয়া অনুশীলন ক্যাম্প—সবকিছুই এখন আলোচনার টেবিলে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফীস বলেন, “ভারতের না আসা এখন নিশ্চিত। তাই সুযোগ থাকলে অন্য কোনো দলের সঙ্গে খেলতে পারি। না হলে প্রস্তুতি ক্যাম্প আয়োজন করব। কিছু না কিছু হবেই।”
তিনি আরও জানান, “ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা অবশ্যই আছে, যদি সময় ও সুযোগ মেলে।” যদিও এখনো নির্দিষ্ট কোনো দেশের নাম বা সম্ভাব্য সিরিজ সূচি চূড়ান্ত হয়নি।
এই সময়ে সিরিজ আয়োজন সম্ভব না হলে, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের নিয়ে একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্প আয়োজনের কথাও ভাবছে বিসিবি।
ভারতের না আসা এক দিক থেকে হতাশার হলেও, বিসিবি এখন চেষ্টা করছে সময়টাকে কাজে লাগিয়ে তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করতে। নতুন নেতৃত্বে ওয়ানডে দলের সাম্প্রতিক রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখতেই এই পরিকল্পনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














