ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ইংল্যান্ড। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। ভারতের করা ৩৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৩৪.২ ওভারে অল আউট হয়ে মাত্র ২১৪ রান করে।
ভারতের বিশাল সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার শুভমান গিল। ১১২ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। এটা তার ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। ১৪টি বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি ১১৬ রানের জুটি গড়েন। আর তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ের সঙ্গে তার জুটি ছিল ১০৪ রানের। আইয়ের ৭৮ রান করেন।
ইংল্যান্ডের আদিল রশিদ ৪ উইকেট নিয়েও স্বস্তির হাসি হাসতে পারেননি। তার খরচ হয় ৬৪ রান।
বিশাল রানের চাপে পড়ে শুরুতেই পথ হারায় ইংল্যান্ড। সফরকারী দলের কোনো ব্যাটারই ভালো রান করতে পারেনি। কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি তো দূরের কথা ৪০ রানও করতে পারেনি। অষ্টম ব্যাটার গাস অ্যাটকিনসনের করা ৩৮ রান ছিল সর্বোচ্চ।
ভারতের কোনো বোলার একক আধিপত্য দেখাতে পারেননি। ছয় বোলার বল করেছেন। ইংলিশ ব্যাটাররা তাদের কাউকে হতাশ করেননি। চার বোলার দুটি করে এবং দুই বোলার একটি করে উইকেট পেয়েছেন।
