ভুটান নারী লিগে ঋতুপর্ণা-সাবিনারা জিতলো ২২-০ গোলে

ভুটান নারী ফুটবল লিগে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের নিয়ে দল গড়া পারো এফসি তাদের সর্বশেষ লিগ ম্যাচে ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে পরাজিত করেছে।

৭ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা। বাংলাদেশের আলোচিত আরেক ফরোয়ার্ড ঋতুপর্ণার গোল ৬টি। এছাড়া মাতসুশিমা সুমাইয়া করেছেন চার গোল। জোড়া গোল মনিকা চাকমার।

সব মিলিয়ে পারো এফসির ২২ গোলের মধ্যে ১৯ গোলই বাংলাদেশের চার ফুটবলারের। পারো এফসি উভয়ার্ধে ১১ টি করে গোল তুলে নিয়েছে।

গত ম্যাচে পারো এফসি’র সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। এই ম্যাচেও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন বাংলাদেশের আরেক ফুটবলার।

ভুটান থেকে সাবিনা জানিয়েছেন, “গোল করে দলকে জেতাতে পেরে ভালো লাগছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

Exit mobile version