৯ বছরের সম্পর্কে ইতি, আলাদা পথে হাঁটলেন ইভানোভিচ-শোয়াইনস্টাইগার। দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে ক্রীড়াঙ্গনের জনপ্রিয় জুটি আনা ইভানোভিচ ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের। সার্বিয়ান টেনিস তারকা ও জার্মান ফুটবল কিংবদন্তির এই সম্পর্ক ভাঙার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইভানোভিচের আইনজীবী ক্রিশ্চিয়ান শার্টৎস। তিনি জানান, ‘অমীমাংসিত মতপার্থক্য’ই দুজনকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস বিশ্বে আলোড়ন তুলেছিলেন আনা ইভানোভিচ। একই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যান মারিয়া শারাপোভার কাছে। ২০১৬ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান তিনি।
এর আগে, ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার শোয়াইনস্টাইগারের সঙ্গে সম্পর্কে জড়ান ইভানোভিচ। ২০১৬ সালে ইতালির ভেনিসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তিন সন্তানের এই পরিবার সাম্প্রতিক বছরগুলোয় বেশিরভাগ সময় কাটিয়েছে সার্বিয়াতে।
তবে পেশাগত ব্যস্ততা ও জীবনধারায় পার্থক্যই সম্পর্কের ভাঙনের বড় কারণ হয়ে দাঁড়ায় বলে ধারণা করা হচ্ছে। শোয়াইনস্টাইগার বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনে নিয়মিত বিদেশে থাকেন, আর ইভানোভিচ ছিলেন পরিবারের প্রতি বেশি মনোযোগী।
চলতি বছরের এপ্রিল মাসেই মেইল স্পোর্টসের এক প্রতিবেদনে এই দম্পতির সম্পর্ক টানাপড়েনের ইঙ্গিত পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বিপরীতমুখী জীবনযাপন তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।
বিচ্ছেদের পর দুজনের কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি। আইনজীবীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এই কঠিন সময়ে যেন তাদের গোপনীয়তা রক্ষা করা হয়।
এদিকে, জার্মান সংবাদমাধ্যমের দাবি, গত জুনে স্পেনের মায়োর্কায় এক বুলগেরিয়ান নারী সিলভার সঙ্গে শোয়াইনস্টাইগারকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। গুঞ্জন রয়েছে, এর আগেও মরক্কোতে একসঙ্গে সময় কাটিয়েছেন তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















