রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব বার্সেলোনা। দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে স্প্যানিশ ক্লাবটি বাংলাদেশে নিজেদের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’র কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
বুধবার (২৩ জুলাই) এই চিঠিটি বার্সেলোনা থেকে ঢাকায় পৌঁছায়। এতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ।
চিঠিতে বলা হয়, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার আহত ও নিহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
বাংলাদেশে বার্সেলোনার রয়েছে বিশাল সমর্থকগোষ্ঠী। ক্লাবের প্রতিটি অর্জনেই দেখা মেলে সমর্থকদের নানা আয়োজন ও উদযাপনের। সেই ভাবনার জায়গা থেকেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বার্সা ভক্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছে কাতালান ক্লাবটি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য বা তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব।’
পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা হলো এফসি বার্সেলোনার বাংলাদেশভিত্তিক একটি স্বীকৃত সমর্থক সংগঠন, যারা ক্লাবের ভাবমূর্তি ধরে রাখা এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে। মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার পর ক্লাবের পক্ষ থেকে পাঠানো চিঠিকে মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেক বাংলাদেশি ভক্ত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














