সময়টা এখন ইংলিশ ক্লাব আর্সেনালের। ঘরোয়া লিগে দাপটের সঙ্গে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। যদিও শেষ ম্যাচে তারা হেরেছে। তবে সেই ধাক্কা চ্যাম্পিয়ন্স লিগের পড়তে দেয়নি। এখানেও নেতৃত্বে তারা। বুধবার রাতে অ্যাওয়েতে ক্লাব ব্রুগকে ৩-০ গোলে হারিয়ে নেতৃত্ব অক্ষুণ্ন রেখেছে দলটি। শুধু তাই নয়, এবারের চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে ইংলিশ ক্লাবটি। ছয় ম্যাচের ছয়টিতে জয়।
এ ম্যাচে জয়ের মাঝ দিয়ে আর্সেনালে নক আউট পর্বে খেলা অনেকটা নিশ্চিত করেছে। শীর্ষ আট দল সরাসরি নক আউট পর্বে খেলবে। আর্সেনালের এখনো দুই ম্যাচ বাকি। এই দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলার নিশ্চিত করবে।
আর্সেনালের এ জয়ে জোড়া গোল করেছেন নোনি মাদুয়েকে। অন্য গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এ বছরই আর্সেনালে যোগ দেন মাদুয়েকে। ঘরোয়া লিগে এ পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন। কিন্তু গোলের দেখা পাননি। অথচ চ্যাম্পিয়ন লিগে যেনো গোলের আসর বসিয়েছেন। তিন ম্যাচ খেলে তিন গোল। আগের গোলটি করেছিলেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
মাদুয়েকে উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথম গোলটি করেন ২৫ মিনিটের সময়। আর দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্ধের শুরুতে। এ অর্ধের মাত্র ৮০ সেকেন্ডে গোল করে দলের জয়ের পথটা প্রশ্বস্থ করেন। কয়েক মিনিট যেতে না যেতেই আর্সেনাল সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেন মার্টিনেলি। ৫৬ মিনিটের সময় গোলটি করেন তিনি। এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন। আর্সেনালের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের টানা পাঁচ ম্যাচে গোল করলেন।
এদিকে এ ম্যাচের জয়ের মাঝ দিয়ে পঞ্চম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ছয় ম্যাচের সবকটিতে জয়ের রেকর্ড গড়লো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, লিডস ইউনাইটেড, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এমন কীর্তি গড়েছে।
ছয় ম্যাচের সবকটিতে জয়ে ১৮ পয়েন্ট সবার উপরে আর্সেনাল। তাদের অনুসরণ করে চলেছে বায়ার্ন মিউনিখ। ১৫ পয়েন্ট তাদের। এর পরেই রয়েছে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি ও আতালান্তা। তিনটি দলেরই পয়েন্ট ১৩ করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















