আইপিএলে ফের মানকাডিং বিতর্ক! বেঙ্গালুরু বনাম লক্ষ্ণৌ ম্যাচে ব্যতিক্রমী এক ঘটনায় হতবাক ক্রিকেট ভক্তরা। ম্যাচের ১৭তম ওভারে লক্ষ্ণৌয়ের স্পিনার দিগ্বেশ রাঠী বল করার আগেই থেমে গিয়ে নন-স্ট্রাইকে থাকা জিতেশ শর্মার স্টাম্প ভেঙে দেন। অথচ তখন জিতেশ ছিলেন ক্রিজের বাইরে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এটা কী আউট?
তবে টিভি আম্পায়ার উলহাস গান্ধে শেষ পর্যন্ত দেন ‘নট আউট’। ব্যাপারটি খতিয়ে দেখতে গেলে দেখা যায়, রাঠী তখন বোলিং অ্যাকশন সম্পন্ন করে ফেলেছিলেন। আইপিএলের নিয়ম ৩৮.৩.১ অনুযায়ী, বোলার বল ছাড়ার “সাধারণ সময়ের” আগে নন-স্ট্রাইকার যদি ক্রিজের বাইরে থাকেন, তবে তাকে রানআউট করা বৈধ। কিন্তু একবার যদি বোলিং অ্যাকশন সম্পন্ন হয়, তখন আর সেই সুযোগ থাকে না।
অবশ্য ঘটনার আরেকটি দিকও ছিল। বড় পর্দায় সিদ্ধান্ত দেখানোর সময় লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত ইশারায় জানান, তিনি আপিল প্রত্যাহার করছেন। এমনকি পরে জিতেশের সঙ্গে আলিঙ্গন করে খেলোয়াড়সুলভ মনোভাবও দেখান তিনি। নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দিলেও অধিনায়ক চাইলে সেই সিদ্ধান্ত বাতিল করতে পারেন।
জিতেশ সেই ইনিংসে খেলেন ৩৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস, যার সুবাদে বেঙ্গালুরু সহজেই ২২৮ রানের লক্ষ্য ছুঁয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















