বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই ম্যাচে হার। সেই দুর্দশা থেকে মুক্তির আশায় মারকানা স্টেডিয়ামে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মুক্তি তো পায়নি, চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরেছে। ডুুবেছে লজ্জায়ও। নিকোলাস ওতামেন্দির গোলে বাছাই পর্বে আবার জয়ের ধারায় ফিরেছে লিওনেল মেসিরা।
বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে তো বটেই নিজেদের মাঠে এটা ব্রাজিলের প্রথম হার। এ ম্যাচের আগ পর্যন্ত ব্রাজিল নিজেদের মাঠে বাছাই পর্বের ৬৪টি ম্যাচ খেলেছে। ৫১ ম্যাচে জয় ১৩ ম্যাচে ড্র ছিল। এবার সেখানে হারটাও যোগ হলো।
বিশ্বকাপে বাছাই পর্বে ব্রাজিল এর আগেও হেরেছে। কিন্তু এবারের মতো এমন নাজুক অবস্থার শিকার তারা কখনো হয়নি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এই প্রথম দলটি টানা তিন ম্যাচ হারের লজ্জায় ডুবলো। ১৭ অক্টোবার উরুগুয়ের কাছে ০-২ গোলে হারের পর ১৬ নভেম্বর কলাম্বিয়ার কাছে ১-২ গোলে হারে দলটি। এই দুটো ম্যাচই ছিল ব্রাজিলের অ্যাওয়ে ম্যাচ। এবার ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারলো। এ নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। এই তিন ম্যাচের আগে ভেনেজুয়ালার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনা। কিন্তু উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা যে এতটা উপরে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। ছিল কার্ডের ছড়াছড়ি। ব্রাজিল একাধিক হলুদ কার্ডের পাশাপাশি পেয়েছে লাল কার্ডও।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ষষ্ঠরাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আগের ম্যাচে আর্জেন্টিনাে হারানো উরুগুয়ে। সমান রাউন্ড শেষে তাদের পয়েন্ট ১৩। কলম্বিয়ার পয়েন্ট ১২। তারা রয়েছে তৃতীয় স্থানে। হারের ফলে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ব্রাজলি। তাদের পয়েন্ট ৭।
এদিন অনুষ্ঠিত এ অঞ্চলের অন্যান্য খেলায় উরুগুয়ে ৩-০ গোলে বলিভিয়াকে, ইকুয়েডর ১-০ গোলে চিলিকে এবং একই ব্যবধানে কলম্বিয়া প্যারাগুয়েকে হারিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















