ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার বড় জয় পেয়েছে ব্রাদার্স উইনিয়ন। এ দিন বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে আল আমিনের ফাইবারের পর ব্যাট হাতে ব্রাদার্সের পক্ষে জোড়া সেঞ্চুরি করেন মাহফুজুর রহমান ও মিজানুর রহমান। ফলে শাইনপুকুরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে মাইশুকুরের দল।
এর আগে বিকেএসপির মাঠে শাইনপুকুর প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৮ রান তোলে। দলের পক্ষে ওপেনার রহমত উল্লাহ ১৭ ও মইনুল ইলাম ২০ রান করে আল আমিনের বলে বিদায় ননে। এরপর আনিক সরকার ও রহিম আহমেদ শক্ত জুটি গড়েন। তবে অনিক ব্যক্তিগত ৪০ রান করে অলক কাপালির বলে বোল্ড হয়ে ফেরেন।
এরপর রহমান দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত। পাঁচটি করে চার ও ছক্কায় ৯৬ বলে ৯৫ রান করে রকিবুলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৪১.২ ওভরে ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ তখন ২২৮। শেষ দিকে অধিনায়ক রায়ান রাফসান রহমান ৪৭ ও গোলাম কিবরিয়া ২১ রান করে বিদায় নেন। তবে আলী মোহাম্মদ ওয়াহিদ ১৩ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে ব্রাদার্স ইউনিয়নের পক্ষে পেসার আলী আমিন হোসেন ১০ ওভারে ৫০ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া অলক কাপালি নেন দুটি উইকেট।
জবাবে ২৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ইমতিয়াজকে হারায় ব্রাদার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত শূণ্য রানে গোলামের বলে বোল্ড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার মাহফুজুর ইসলামের সঙ্গে অসাধারণ এক জুটি গড়েন অধিনায়ক মিজানুর রহমান। দারুণ ব্যাটিং উপহার দিয়ে দুজনেই সেঞ্চুরি করেন।
সেঞ্চুরির পর অধিনায়ক মিজানুর রহমান দলীয় ২৫২ রানের সাথায় ৪২ ওভারের মাথায় ১২৭ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩৬ রান করে রিটার্ড হয়ে ফিরে যান। তবে ওপেনার মাহফুজুর রহমান দলীয় ২৭৩ রানের মাথায় ব্যক্তিগত ১১৪ রানে রহিমের বলে বোল্ড হয়ে ফেরেন। তার ইনিংসে ৫টি বাউন্ডারি ও চার ছক্কা রয়েছে। ফলে ৪৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে ব্রাদার্স ইউনিয়ন।
