মাঠে নেমেছিলেন বেশ ধীরগতির শুরুতে। প্রথম ১৫ বল খেলে করেছিলেন মাত্র ১১ রান, মারেননি কোনো বাউন্ডারি। কিন্তু এরপর যেন রূপ বদলালেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসের শেষ ৩৪ বলে হাঁকালেন ১৩টি ছক্কা এবং ২টি চার, তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম শতরান।
মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে এই দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। দল যখন ১৩ ওভারে ৫ উইকেটে ৯৮ রানে বিপর্যস্ত, তখন তিনি ছিলেন ১৫ বলে ১১ রানে। এরপরই শুরু হয় ম্যাক্সওয়েলের তাণ্ডব।
১৪তম ওভারে স্বদেশি স্পিনার তানভীর সাংহার বিপক্ষে টানা তিন ছক্কায় শুরু হয় আগ্রাসন। শেষ ওভারে জেসন হোল্ডারের বলে আরও দুটি ছক্কা মেরে দলের স্কোর দাঁড় করান ২০৮ রানে।
ম্যাক্সওয়েল তার শতরানটি করেন মাত্র ৪৯ বলে। ১৩টি ছক্কাসহ এমন ইনিংস খেলোয়াড়ের জন্য গর্বের, তবে এটি আরও বিশেষ হয়ে ওঠে কারণ, দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন তার মা ও বাবা। খেলা শেষে ম্যাক্সওয়েল বলেন, “আমি রান করেছি—এমন কিছু মা-বাবা খুব বেশি দেখতে পাননি। তাই তাদের সামনে এটা করতে পারা ছিল অসাধারণ এক অনুভূতি।”
লক্ষ্য তাড়া করতে নেমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। জয় পায় ওয়াশিংটন ফ্রিডম, ১১৩ রানের বিশাল ব্যবধানে।
এই ইনিংসের মাধ্যমে ম্যাক্সওয়েল টি-টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ শতরানকারী। আরও একবার প্রমাণ করলেন, কেন তাকে বলা হয় ‘বিগ শো’।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















