মুশফিকের পর ফিরে গেলেন লিটন

বাংলাদেশের সংগ্রহ ৪৬৩/৬

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন শান্ত ও মুশফিকের সামনে সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির!

কিন্তু না! দিনের শুরুতেই ব্যক্তিগত ১৪৮ রান করে বিদায় নেন অধিনায়ক শান্ত। এরপর লিটনকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং উপহার দেন মুশফিক। দেড়শ ছাড়িয়ে ডাল সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু হল না! বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। পুনরায় খেলা শুরুর পর সেই আম্পায়ার্স কলেই বিদায়ঘণ্টা বাঁচল অভিজ্ঞ ব্যাটসম্যানের।

আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় পারেননি মুশফিক। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। লিটন কুমার দাসের পরামর্শে একদম শেষ মুহূর্তে রিভিউ নেন মুশফিক। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ ‘আম্পায়ার্স কল।’ মাঠের আম্পায়ার ‘নট আউট’ দিলে বেঁচে যেতেন মুশফিক।

৯ চারে ৩৫০ বলে ১৬৩ রান করেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙে ১৪৯ রানের পঞ্চম উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৯০ রানে খেলছেন লিটন। কিন্তু মুশফিকের বিদায়ের পর সেঞ্চুরির স্বপ্ন ভঙ্গ লিটনের। তিনি ফিরে গেলেন ৯০ রানে।

মুশফিকুর রহিমের বিদায়ের পর কোনো রান যোগ করার আগেই আরেকটি উইকেট হারাল। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে রিভার্স সুইপের চেষ্টায় কট বিহাইন্ড হয়ে গেলেন লিটন দাস।

লম্বা সময় ধরে লেগ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছেন লঙ্কান স্পিনাররা। এতে স্কোরিংয়ের সুযোগ বেশ কমে যাচ্ছে। সে কারণেই হয়তো রিভার্স সুইপ করেন লিটন। ঠিকঠাক ব‍্যাটে খেলতে পারেননি তিনি। গ্লাভস ছুঁয়ে, হাতে লেগে উঠে যায় উপরে। ছুটে এসে ক‍্যাচ নেন কুসাল মেন্ডিস।

১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৩ রান।

Exit mobile version